২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল বিতর্কের মধ্যে সরে দাঁড়ান ডেমোক্রেট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবর্তে প্রার্থী করা হয় তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। তিনি নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। কিন্তু জো বাইডেনের পরিবর্তে কমলাকে প্রার্থী করা ডেমোক্রেটদের ভুল ছিল বলে মন্তব্য করেছেন অভিনেতা ও রাজনৈতিক সমর্থক জর্জ ক্লুনি।
তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনের বদলে কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল।
তিনি আরও জানান, নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত নিজের প্রবন্ধ নিয়ে কোনও অনুশোচনা অনুভব করেন না। ওই প্রবন্ধে তিনি ডেমোক্রেটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করার পরামর্শ দিয়েছিলেন।
জর্জ ক্লুনি ডেমোক্রেট দলের একজন বড় ডোনার। তিনি সানডে মর্নিং শো’তে বলেন, তিনি চেয়েছিলেন নতুন প্রাইমারি নির্বাচন হোক, যাতে প্রার্থীকে দ্রুত পরীক্ষা করা যায়।
কিন্তু তার পরিবর্তে কমলা হ্যারিসকে পার্টির প্রতিনিধি ডেলিগেটদের ভার্চুয়াল ভোটের মাধ্যমে মনোনীত করা হয়। ক্লুনি বলেন, আমাদের একটি সুযোগ ছিল। আমি চাইছিলাম প্রাইমারি হোক, দ্রুত পরীক্ষা হোক। আমার মনে হয় কমলা হ্যারিসের ক্ষেত্রে সমস্যা হলো তাকে নিজের রেকর্ডের বিরুদ্ধে লড়াই করতে হলো। এটি খুব কঠিন কাজ। আমি সত্যি বলতে চাই, এটি একটি ভুল ছিল। কিন্তু আমরা যেখানে আছি সেখানে পৌঁছে গিয়েছি। আমরা আরও হাউস আসন হারাতাম বলে বলা হয়েছে। তাই আমি ঠিকমতো বলতে চাইছি- আমরা সত্য বলব। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ