জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন পেছানোসহ ১২ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে জকসুর প্রধান নির্বাচন কর্মকর্তার সাথে দেখা করে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ছাত্রদলের নেতারা দাবি করেন, তারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে বিভিন্ন গোষ্ঠী জকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে অপপ্রচার চালাচ্ছে। তবে একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তাই সুষ্ঠুভাবে ভোটের লক্ষ্যে নির্বাচনের তারিখ পেছানো, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, নির্বাচনে অমোচনীয় কালি বাধ্যতামূলকভাবে করা, স্বচ্ছ গ্লাসের ব্যালট এবং প্রতিটি ব্যালট বক্সে নাম্বার থাকা, ব্যালট ছাপানোর সংখ্যা, কাস্টিং ভোটার, নষ্ট ব্যালটের সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছে ছাত্রদল।
এছাড়া নির্বাচনকালীন সময়ে পোলিং এজেন্ট নিজ কেন্দ্র অবস্থান, দেশের সকল ছাত্র সংসদ নির্বাচনে এম.ফিল পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন। এদিকে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির।
বিডি প্রতিদিন/কামাল