ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন। ইয়াছিন নামের ওই যুবক সোমবার ভোরে মারা যান।
নিহত ইয়াছিন নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নিহতের ভাই শাহীন মিয়া জানান, ভোর রাতেই ইয়াছিনের মৃত্যু হয়।
এর আগে একই ঘটনায় গুলিবিদ্ধ নূরজাহানপুর গ্রামের শিপন মিয়া (৩০) শনিবার রাতেই মারা যান। এ নিয়ে ওই সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মোন্নাফ মিয়া ও তার ছেলে শিপন এবং একই এলাকার থোল্লাকান্দি গ্রামের রিফাত মিয়ার বিরোধ চলছিল। শনিবার রাতে বড়িকান্দি গণি শাহ মাজার বাজারে এ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্থ ভাগাভাগি নিয়ে শিপন ও রিফাতের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে রিফাতের নেতৃত্বে সশস্ত্র হামলাকারীরা গণিশাহ মাজারসংলগ্ন হোটেলে ঢুকে শিপনের ওপর গুলি চালায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই