যুক্তরাজ্যে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে একমাত্র সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানিয়েছে, পিটারবরো শহরের ওই সন্দেহভাজন ব্যক্তি সেখানকার স্টেশন থেকে লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে (এলএনইআর) ট্রেনে উঠেছিলেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
বিটিপির ডেপুটি চিফ কনস্টেবল স্টুয়ার্ট কান্ডি বলেন, “আমাদের তদন্ত দ্রুতগতিতে চলছে এবং আমরা নিশ্চিত— এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নয়।”
এর আগে, শনিবার সন্ধ্যায় কেমব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে লন্ডনগামী একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এতে রেলওয়ে কর্মীসহ একাধিক যাত্রী আহত হন। গুরুতর আহত রেলকর্মী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
বিটিপি জানায়, গুরুতর আহত রেলকর্মী হামলাকারীকে থামানোর চেষ্টা করেছিলেন। এক মুখপাত্র বলেন, “ট্রেনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই রেলকর্মীর পদক্ষেপ ছিল সত্যিকার অর্থেই বীরোচিত— যা নিঃসন্দেহে বহু মানুষের জীবন বাঁচিয়েছে।”
ঘটনাস্থল থেকেই ৩৫ বছর বয়সী আরেকজনকে আটক করা হয়েছিল। তবে পরবর্তীতে পুলিশ জানায়, ওই ব্যক্তিকে ভুলবশত আটক করা হয়েছিল, তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
মোট ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, যার মধ্যে রবিবার সন্ধ্যায় পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম