স্পেনের শীর্ষ প্রসিকিউটর আলভারো গার্সিয়া ওর্তিজ সোমবার একটি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। তার বিরুদ্ধে বিরোধী কনজারভেটিভ দলের আইনি গোপনীয়তা ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। এটি একটি নজিরবিহীন মামলা, যা সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে।
স্পেনের ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া প্রথম কর্মরত অ্যাটর্নি জেনারেল আলভারো গার্সিয়া ওরতিজের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিস্ফোরক মামলাটি সংখ্যালঘু বামপন্থী জোটকে বিব্রতকর করে তুলেছে এমন বেশ কয়েকটি আইনি বিষয়ের মধ্যে একটি।
গার্সিয়া ওর্তিজের বিরুদ্ধে অভিযোগ, আলবার্তো গঞ্জালেজ আমাদোর নামে একজন ব্যবসায়ী, যিনি কর জালিয়াতির অভিযোগে তদন্তাধীন এবং মাদ্রিদ অঞ্চলের প্রভাবশালী ডানপন্থী নেতা ইসাবেল ডিয়াজ আয়ুসোর অংশীদার, তার বিরুদ্ধে তদন্তাধীন একটি মামলা সম্পর্কে গোপন নথি ফাঁস করেছেন।
তার কনজারভেটিভ পপুলার পার্টি (পিপি) গার্সিয়া ওর্তিজের বিরুদ্ধে অভিযোগ করেছে। যাকে সানচেজের সমাজতান্ত্রিক সরকার ২০২২ সালে নিয়োগ করেছে। তিনি আয়ুসোকে ক্ষতিগ্রস্ত করতে এ নথি ফাঁস করেছেন। আয়ুসো হচ্ছেন স্পেনের ডানপন্থীদের প্রিয় এবং যাকে কখনও কখনও জাতীয় নেতৃত্বের ভূমিকায় দেখা গেছে।
গণমাধ্যম থেকে জানা গেছে, ২০২৪ গঞ্জালেজ আমাদোর পাবলিক প্রসিকিউটরের অফিসের সাথে একটি আবেদন চুক্তির প্রস্তাব করেছিলেন, যেখানে তিনি বিচার এবং জেল এড়ানোর বিনিময়ে কথিত কর অপরাধ স্বীকার করবেন।
২০২০ এবং ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর সময় স্বাস্থ্য সংস্থার আয় বেড়ে যাওয়ার কারণে কোষাগার থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরো (প্রায় ৪ লাখ ডলার) জালিয়াতির অভিযোগে অভিযুক্ত গঞ্জালেজ আমাদোরের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট গার্সিয়া ওর্তিজের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ