আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলোমনখালি বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলোমনখালি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্থানীয় জেলা বিএনপির সহ-সভাপতি আসাদ চৌধুরী ও সদর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাঈম জোয়ার্দ্দার গ্রুপের সমর্থকদের মধ্যে। এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
ওই ঘটনার জের ধরে সোমবার সকালে কলোমন খালিপুর বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ঘটনার পর থেকে বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে ভুক্তভোগী এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা বিএনপি ও দলীয় হাইকমান্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে থানার (ওসি) অপারেশন সামছুজ্জোহা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ