আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরকারি বই ছাপা হয়ে গেছে, সময়মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, অনেক শিক্ষার্থীকে অভিভাবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না দিয়ে কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। তারা কিন্তু অভিযোগ করছেন না যে, সরকারি স্কুলগুলোতে ইংরেজি পাড়ানো হচ্ছে না, ধর্ম পড়ানো হচ্ছে না। অভিভবকরা অভিযোগ করছেন এখানে পড়াশোনা হয় না। মাস্টাররা আসেন না। এর ব্যতিক্রমী কোনো অভিযোগ আমি পাইনি। আমি খুটিয়ে খুটিয়ে পড়ি এবং শুনি অভিভাবকরা কী বলতে চান। এ সমস্যা থেকে উত্তরণের পথ হচ্ছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন।
সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রবিবার দুপুরে পিটিআই স্কুলের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে ও শিক্ষিকা সুমনা তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো. নুরুল ইসলাম।