রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাব-২। গতকাল দুপুরে পরিচালিত এ অভিযানে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
জানতে পারি, কারওয়ান বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহ করছেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার মৌখিক নির্দেশনা প্রদান করেন।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।