রাজধানীর মোহাম্মদপুরে রাসেল (৩৪) নামে এক মাইক্রোচালককে দুষ্কৃতকারীরা কুপিয়ে হত্যা করেছে। গত শনিবার রাতে নবীনগর হাউজিংয়ের চার নম্বর রোডে তাকে কোপানো হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রিয়াদ ও বিপ্লব নামে দুজন আহত হন। পরে সেখানে গুরুতর আহত রাসেলের মৃত্যু হয়। জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে রাসেল। বর্তমানে চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ২০ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। এ ঘটনায় নিহত রাসেলের বাবা সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা কব্জিকাটা গ্রুপের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার পরে মেহেদী হাসান বাবু ও মোবারক নামে কব্জিকাটা গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানান, মুরগির ব্যবসার দ্বন্দ্ব থেকে তাকে হত্যা করা হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, র্যাবের হাতে গ্রেপ্তারের পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার। তার গ্রেপ্তারের পর তার ভাই দেলোয়ার ও বোন মাসুমার নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা অব্যাহত রয়েছে। সম্প্রতি মোহাম্মদপুরে খবর রটে এলাকার ত্রাশ কব্জিকাটা আনোয়ারের জামিন করাতে ৮ লাখ টাকা প্রয়োজন, এ টাকা জোগাড়ে মরিয়া হয়ে উঠেছেন গ্রুপটির সদস্যরা। গত ৩০ অক্টোবর ঢাকা উদ্যান এলাকায় হাজি জয়নাল আবেদীন কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গেলে দেলোয়ারকে ধরে পুলিশে দেয় জনতা। এরই মধ্যে রাসেল হত্যায় নাম এলো গ্রুপটির সদস্যদের।
শিরোনাম
- ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
- আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার