মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। গতকাল দুপুরে বিএনপির পক্ষ থেকে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লা বিএনপির প্রার্থী হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় মহাসড়ক অবরোধ : চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁর সমর্থকরা। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পরপরই তাঁর বিক্ষুব্ধ সমর্থকরা ভাটিয়ারি এলাকায় মহাসড়কে নেমে দুই পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন। স্থানীয় সূত্রগুলো জানায়, আসলামের সমর্থকরা টায়ার জ্বালিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’