সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের বড় পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৫ পয়েন্ট। এ বাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৩০০টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৬২ টাকা।
এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২৬ কোটি টাকা। লেনদেনের শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স। ৪৬ টাকা ৮০ পয়সা থেকে কমে ৪৫ টাকা ৮০ পয়সায় কোম্পানিটির ২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৬ লাখ টাকার। ১৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন।
অন্যদিকে গতকাল সিএসইতে ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিন ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৩৩টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪২১৮ পয়েন্টে।