পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ‘লাখো মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এ স্বাধীনতা, আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর জুলাই সনদ বাস্তবায়নই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একমাত্র পথ। মনে রাখতে হবে, আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই সংঘটিত হয়েছিল।’
চণ্ডীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে গতকাল ইউনিয়ন ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাসুদ সাঈদী বলেন, ‘গণতন্ত্র কেবল একটি স্লোগান নয়, এটি জনগণের মতপ্রকাশের সর্বোচ্চ ব্যবস্থা। কিন্তু চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্রের কারণে আজ দেশের গণতন্ত্র নামমাত্র রূপে টিকে আছে। নির্বাচনের নামে প্রহসন, ভিন্নমত দমনে মামলা-গুম-খুন সব মিলিয়ে জনগণ আজ ভোটাধিকার হারিয়েছে, বাকস্বাধীনতা হারিয়েছে।’