দেশের পুরনো আটটি হাসপাতালের মধ্যে একটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতাল। বিগ্রেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর জরাজীর্ণ এ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার আধুনিকতার ছোঁয়া লাগছে।
এরই ধারাবাহিকতায় হাসপাতালের ২২টি কেবিন আধুনিকায়ন করা হয়েছে। হাসপাতালের সামনে তৈরি করা হয়েছে ফোয়ারা। মঙ্গলবার (৪ নভেম্বর) কেবিন ও ফোয়ারা উদ্বোধন করেছেন পরিচালক।
পরে সার্জারী সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, সরকারি হাসপাতাল শুধু নিম্নবিত্তদের জন্য নয়। এখানে মধ্য ও উচ্চবিত্তরাও সেবা নিচ্ছেন। তাই নিম্নবিত্তদের পাশাপাশি মধ্য ও উচ্চবিত্তদের জন্য মান-সম্মত চিকিৎসা সেবার লক্ষ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আধুনিক কেবিন ব্লকের উদ্বোধন করা হয়েছে। এখানে মাত্র এক হাজার টাকা ভাড়ায় আধুনিক মানের ২২টি কেবিন চালু করা হয়েছে। কেবিনগুলোর মান বেসরকারি হাসপাতালের চেয়েও ভালো।
পরিচালক বলেন, এই হাসপাতালকে আরও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। পর্যায়ক্রমে হাসপাতালের সামনের দুইটি মাঠে ফুলের বাগান, লেক, ওয়াকওয়ে আরও আধুনিকায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু বলেন, হাসপাতালের উন্নয়নে আমরা নানামুখী কাজ করে যাচ্ছি। পূর্বের মেডিসিন ভবনটি এখন সম্পূর্ণ বহির্বিভাগ করা হয়েছে। পুরাতন ভবনটি আন্তঃবিভাগ হিসেবে তৈরি করা হচ্ছে। এই ভবনে আরও ৩শ বেড সংযোজন করা হয়েছে। এতে করে রোগীদের অনেক কষ্ট লাগব করা সম্ভব হবে।
ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা’র উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মুনায়েম সাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ