গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইকসহ চোরচক্রের সদস্য রিক্তা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক রিক্তা বেগম এ আদেশ দেন।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে চুরি যাওয়া একটি ইজিবাইকসহ রিক্তা বেগমকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। রিক্তা বেগম উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পাড়গয়ড়া মাদনতাইড় গ্রামের রজ্জব আলীর মেয়ে।
ওসি বুলবুল জানিয়েছেন, রিক্তা বেগম ইজিবাইক চোরচক্রের একজন সক্রিয় সদস্য। তিনিসহ আরও কয়েকজন মিলে বিভিন্ন সময়ে যাত্রী সেজে ইজিবাইকে উঠে চুরি করে আসছিল। ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক রিক্তা বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি-প্রতিদিনি/আশফাক