ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন।
২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৭৩০ জন কৃষক এ প্রণোদনা পান।ইউনিয়নভিত্তিক প্রাপ্ত কৃষকের সংখ্যা হলো—অরুয়াইল ৮৫ জন, পাকশিমুল ৮৫ জন, চুন্টা ৯০ জন, কালীকচ্ছ ৮৫ জন, পানিশ্বর ৬৫ জন, সরাইল সদর ৫৫ জন, নোয়াগাঁও ৮৫ জন, শাহবাজপুর ৯৫ জন এবং শাহজাদাপুর ইউনিয়নে ৮৫ জন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, ‘রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এই সহায়তা তাদের ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’
বিডি-প্রতিদিন/জামশেদ