আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আগামীকাল দুপুর ২টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম কুইকেটে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
আজ বাফুফে তাদের ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য দিয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ভিআইপি টিকিটের জন্য (ক্লাব হাউস ২) গুণতে হবে ১০০০ টাকা।
এই ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে টিকিট নিয়ে এখনো কিছু জানায়নি ফেডারেশন।
বিডি প্রতিদিন/এমআই