ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সোমবার ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে তিন বছর পর দলে ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। এছাড়া জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন লুচানো জোবা।
ফাবিনিয়োর পাশাপাশি ২০ বছর বয়সী ফরোয়ার্ড ভিতো হকেও দলে ফিরেছেন। জাতীয় দলের হয়ে হক ২০২৩ সালে মাত্র এক ম্যাচ খেলেছেন।
গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে স্কোয়াডে থাকা কয়েকজন খেলোয়াড় চোট বা অন্যান্য কারণে স্কোয়াডে নেই। তাদের মধ্যে আছেন গোলরক্ষক আলিসন, ফরোয়ার্ড নেইমার, রাফিনিয়াসহ কয়েকজন।
ব্রাজিল আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচগুলো ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিটর রোকো
বিডি প্রতিদিন/মুসা