লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌরসভাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে রামগঞ্জ উপজেলা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনায় খেলা উপভোগ করেন হাজারো দর্শক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাইজেরিয়ান খেলোয়াড় ভুটান, ম্যান অব দ্যা সিরিজ অর্জন করেন পৌরসভা দলের সৌরভ, সেরা গোলরক্ষক নির্বাচিত হন রামগঞ্জ দলের পিয়াস। এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। পরে চ্যাম্পিয়ন ও রার্সার্সআপ অর্জনকারী খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, সাংবাদিক আহম মোশতাকুর রহমান ও ফারুক হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ