স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবহমান’ একটি সমাজবাস্তব গল্প, যেখানে পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে নারীর অসহায়তা ও অস্তিত্ব সংকটের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। গল্প লিখেছেন সোহেল ইকবাল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবদুল্লাহ আল মাসুদ অপু। চিত্রগ্রহণে ছিলেন আহমেদ হিমু, সম্পাদনায় সুজন মাহমুদ। চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, জয়িতা মহলানবীশ ও কাজী রাজু। নির্মাতা আবদুল্লাহ আল মাসুদ অপু বলেন, ‘আবহমান’ মূলত আমাদের সমাজের সেই চক্র ভাঙার প্রয়াস, যেখানে নারী এখনো স্বাধীনভাবে নিজের ভাগ্য নির্ধারণ করতে পারে না।’