অন্ধকার, আতঙ্ক আর রহস্যে ঘেরা গল্পে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। মন্দিরা চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক প্রশংসিত হয়। তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ। মন্দিরা অভিনীত এই সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়। সম্প্রতি সিনেমাটির একটি টিজার প্রকাশ করে প্ল্যাটফর্মটি। প্রায় পৌনে ১ মিনিটের টিজারটি প্রকাশ করে আইস্ক্রিন লিখেছে, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য-এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা ‘নীলচক্র’। ‘নীলচক্র’ শব্দের ভিতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক। পরিচালক মিঠু খান বলছেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয়- এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ব্লু ফিল্ম র্যাকেট যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধ জগৎ, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।’ খুব শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই সাসপেন্স থ্রিলার। ‘নীলচক্র’ সিনেমাটিতে শুভ-মন্দিরা ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।