বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘আমজনতার দল’ যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশে না থাকে, তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি এ ঘোষণা দেন। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে একই স্থানে তিনি অনশনে বসেন।
তারেক বলেন, ‘ইসির কর্মকর্তারা আমাদের দলীয় কার্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমরা বসার জন্য টুল দিয়েছিলাম, কিন্তু সেটা তাদের পছন্দ হয়নি। আমাদের টিনের বেড়ার ঘরও তাদের ভালো লাগেনি। তারা পাকা ঘর দেখতে চেয়েছিলেন। আমরা নতুন দল, শুরু করেছি একেবারে নিচ থেকে। তবু যেভাবে আমাদের চেপে ধরা হচ্ছে, এটা অমানবিক।’
তিনি অভিযোগের সুরে বলেন, ‘ইসির প্রায় সব শর্ত আমরা পূরণ করেছি, তবু তারা বলছে আমাদের চেনে না। অথচ দেশের মানুষ আমাদের চেনে। আমরা সত্য কথা বলি, তাই আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।
ওপর থেকে নির্দেশ এসেছে—আমজনতার দলকে নিবন্ধন দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তাহলে এই দেশ রোবটের দেশে পরিণত হবে।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা জানি হয়তো বেশি ভোট পাব না, হয়তো জিতবও না। কিন্তু সামান্য সমর্থন নিয়েই মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চাই।’
অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি স্পষ্টভাবে জবাব দিয়ে বলেন, “আমরা অন্য দলে যাব না। নিজের দলেই থাকব। আমরা ‘ঢেঁকি মার্কা’ চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি।”
বিডি প্রতিদিন/জুনাইদ