ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে বহু ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আস্তে আস্তে খড়কুটোর মত ভেসে যাবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বুধবার ঢাকা থেকে প্রথম নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলা শহরে আসেন তিনি। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে বরণ করেন। পরে দুপুর ১টার দিকে ভাঙ্গা পৌর শহরের ঈদগাহ মাঠে ট্রাকের উপর নির্মিত মঞ্চে উঠে দলীয় নেতাকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ১৭ বছরের আত্মত্যাগ, আমাদের অসংখ্য শহীদ সহযোদ্ধার আত্মত্যাগ, মজলুম নেত্রী খালেদা জিয়ার আত্মত্যাগে যে নির্বাচনের সুযোগ পেয়েছি, সে সুযোগকে আমরা হেলায় না হারায়। আর কোনো ভেদাভেদ নেই, বিভাজন নেই। সবাই একসাথে কাজ করব।
বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, প্রতিহিংসার রাজনীতি করব না। ফরিদপুর-৪ আসন হবে ভ্রাতৃত্বের, সম্প্রীতির সহাবস্থানের। কোনো মতাদর্শের কারণে কেউ আমাদের কাছ থেকে নিগৃহীত হবেন না, ধর্মীয় বিভাজনের কারণে কেউ নিগৃহীত হবেন না। আমরা আপনাদের ভাই হিসেবে সব সময় পাশে থাকবো।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোরভাবে বলেন, দলের নামে কেউ কোনো অপকর্ম করবেন না। কেউ করতে পারবেন না। আমি করতে দেব না। বক্তব্য পরিষ্কার আমি কোনো সন্ত্রাসী-চাঁদাবাজির রাজনীতি করি নাই, করবো না, প্রশ্রয় দেব না।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
বিডি প্রতিদিন/এমআই