হকি ইন্ডিয়া জানিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো নিয়ে তাদের খেলোয়াড়দের কোনো বাধা থাকবে না। ক্রিকেটে যা হয় বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তা তাদের নিজস্ব বিষয়। হকি ইন্ডিয়া খেলাধুলার মূলনীতি ও মূল্যবোধ মেনে চলবে।
গত মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুলতান অব জোহর কাপে ভারত–পাকিস্তান হকি ম্যাচে খেলোয়াড়দের করমর্দন নিয়ে ভারতে তুমুল বিতর্ক হয়েছিল। এই প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং বলেছেন, 'আমরা ক্রিকেটের অনুসারী নই। ক্রিকেটাররা যা করেছেন, সেটা তাদের পছন্দ। হকি ইন্ডিয়া কখনো খেলোয়াড়দের করমর্দন বা হাই-ফাইভ এড়িয়ে চলার নির্দেশ দেয়নি। আমরা অলিম্পিক চার্টার ও এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) নিয়ম মেনে চলি।'
ভোলা নাথ আরও জানান, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর কোনো নির্দেশনা কখনো খেলোয়াড়দের দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও নতুন কোনো নির্দেশনা জারি করার পরিকল্পনা নেই। তিনি বলেন, 'পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতের ম্যাচে আমরা কোনো বাড়তি নির্দেশনা দেব না। আমরা খেলব, জেতার চেষ্টা করব।'
উল্লেখ্য, সুলতান অব জোহর কাপে প্রথম রাউন্ডে ভারত–পাকিস্তান হকি ম্যাচ ৩–৩ সমতায় শেষ হয়। ছয় দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, আর রানার্সআপ হয় ভারত।
বিডি প্রতিদিন/মুসা