বলিউড ও ক্রিকেটের সংযোগে বহু প্রেমের গল্প শোনা গেলেও বিরাট কোহলি ও আনুশকা শর্মার গল্প যেন সবকিছু ছাপিয়ে যায়। এই তারকা জুটির প্রেমের শুরু হয়েছিল এক বিজ্ঞাপন শুটিংয়ের সেটে, আর সেখান থেকেই জন্ম নেয় ভারতের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল।
বিরাট কোহলি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন শুটিংয়ের সময়ই প্রথম দেখা হয়েছিল আনুশকা শর্মার সঙ্গে। তখন আনুশকা ছিলেন বলিউডের শীর্ষ অভিনেত্রী ‘জাব তাক হ্যায় জান’ ও ‘ব্যান্ড বাজা বারাত’-এর মতো হিট সিনেমা পেরিয়ে সফল কেরিয়ারের পথে। অন্যদিকে বিরাট তখন ভারতীয় ক্রিকেটে দ্রুত উঠে আসা এক তরুণ তারকা।
প্রথম দেখার সেই মুহূর্ত নিয়ে বিরাট বলেন, ‘আমি শ্যুটের জন্য গিয়েছিলাম, কিন্তু খুব নার্ভাস ছিলাম। আনুশকা শর্মার মতো তারকার সঙ্গে কাজ করতে হবে, ভেবেই ঘাবড়ে গিয়েছিলাম। শুরুতে বেশ অস্বস্তি হচ্ছিল, তবে কাজ শুরু হতেই সব স্বাভাবিক হয়ে যায়।’
সেই প্রথম দেখা থেকেই কথাবার্তা শুরু হয় দুজনের। ধীরে ধীরে সেটি পরিণত হয় গভীর সম্পর্কে। ২০১৪ সালে তাদের একসঙ্গে দেখা যায় নিউজিল্যান্ড সফরে। একই বছর আনুশকার ‘বম্বে ভেলভেট’-এর সেটেও উপস্থিত ছিলেন বিরাট। শ্রীলঙ্কার বিপক্ষে শতরান করার পর অনুষ্কাকে ফ্লাইং কিস পাঠিয়ে প্রকাশ্যে আনেন তাদের সম্পর্ক।
দীর্ঘদিনের প্রেমের পর ২০১৭ সালে ইতালিতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন বিরাট–আনুশকা।
বিডি প্রতিদিন/মুসা