বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং বিশেষ ব্যাটিং কোচ হিসেবে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই দায়িত্ব দিয়েছে।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, 'জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক রোমাঞ্চকর ও গর্বের মুহূর্ত। তিন বছর আগে লেভেল-৩ কোচিং সার্টিফিকেট সম্পন্ন করেছি এবং তারপর ডিপিএল, বিপিএল ও এনসিএলে কোচিং অভিজ্ঞতা অর্জন করেছি। তবে এখানে প্রতিটি পদক্ষেপ নজরদারিতে হবে, যা ভিন্ন চ্যালেঞ্জ।'
তিনি জানান, তার মূল লক্ষ্য ব্যাটারদের মানসিকতা ও গেম সচেতনতা উন্নত করা। আশরাফুল বলেন, 'আমাদের সমস্যার মূল কারণ টেকনিক নয়, সমস্যা মানসিকতায়। খেলোয়াড়রা প্রায়ই পরিস্থিতি বোঝে না, যার ফলে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেন না। আমি চাই তারা নিজস্ব পরিকল্পনা তৈরি করতে শিখুক এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলুক।'
আশরাফুল দেশের ব্যাটিং সমস্যা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন লিটন দাস এবং সৌম্য সরকারের সাম্প্রতিক ইনিংস, যেখানে গেম সচেতনতার ঘাটতি দেখা গেছে, এবং মুশফিকুর রহিমকে উদাহরণ হিসেবে এনেছেন যে শৃঙ্খলাবদ্ধ ও ক্রিকেট বুদ্ধিসম্পন্ন ব্যাটিং কিভাবে ফলপ্রসূ হয়।
তিনি আরও বলেন, 'দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য অনেক। আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হলে মানসম্পন্ন বোলারদের মুখোমুখি হতে হয় কঠিন উইকেটে। খেলোয়াড়দের দ্রুত মানিয়ে নিতে হবে এবং নিজের খেলার গভীর বোঝাপড়া থাকতে হবে।'
বিডি প্রতিদিন/মুসা