চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর এক লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি জায়ান্টদের ২–১ গোলে পরাজিত করে জার্মান চ্যাম্পিয়নরা।
বায়ার্নের জয় নিশ্চিত করেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ, যিনি জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান। তবে প্রথমার্ধেই আশরাফ হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখায় তাকে মাঠ ছাড়তে হয়। ১০ জন নিয়ে খেলেও বায়ার্ন শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয়। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬তম ম্যাচে জয় পেল তারা, এবং চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল বাভারিয়ানরা।
ম্যাচের শুরুতেই দুর্দান্ত সূচনা পায় বায়ার্ন। মাত্র চার মিনিটের মাথায় মাইকেল ওলিসের শট ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক, কিন্তু ফিরতি বল ঠেকাতে পারেননি—সেখান থেকেই গোল করেন লুইস দিয়াজ। ২১ মিনিটে উসমান দেম্বেলে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
৩১ মিনিটে পিএসজির ডিফেন্সের বড় ভুলে আবারও সুযোগ পান দিয়াজ। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল সম্পন্ন করেন তিনি, দলকেও ২–০ ব্যবধানে এগিয়ে নেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমিকে বিপজ্জনক ট্যাকল করার কারণে সরাসরি লাল কার্ড দেখেন দিয়াজ, ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় বায়ার্নকে।
একজন বেশি নিয়ে মাঠে নেমে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে পিএসজি। পুরো ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রাখে তারা এবং ২৫টি শট নেয়। কিন্তু সব আক্রমণ ব্যর্থ করে দেয় বায়ার্নের রক্ষণভাগ। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে হোয়াও নেভেসের দুর্দান্ত বাইসাইকেল কিকে একমাত্র গোল পায় পিএসজি। তবে তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ, আর এই পরাজয়ে গ্রুপের তৃতীয় স্থানে নেমে যায় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
বিডি-প্রতিদিন/জামশেদ