প্রবাসে বিএনপি'র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীর। অনুষ্ঠানটি ভার্চুয়ালি হলেও রবিবার সন্ধ্যায় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কুয়ালালামপুরের জি টাওয়ারের হলরুম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান পরিবার দেশ এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে প্রশংসা করেন ও সকল প্রবাসীদেরকে শুভেচ্ছা জানান। আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসময় বিএনপি মালয়েশিয়ার কেন্দ্রীয় কমিটি ছাড়াও ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিল, বিএনপি জোহর, পেনাং/কেডাহ, মালাকা প্রদেশসহ অন্যান্য শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/তানিয়া