বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি'র বাংলা স্কুলের উদ্যোগে শিশুদের মধ্যে বিজ্ঞান বিষয়ে কৌতূহল সৃষ্টি করা এবং একইসঙ্গে প্রবাসে বাংলা ভাষা শেখার আনন্দ বাড়াতে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে হাতে-কলমে বিভিন্ন বিজ্ঞান শিক্ষা ও কার্যক্রমে অংশগ্রহণ করতে "বাংলা লানিং উইথ সাইন্স এক্সপেরিমেন্ট ফান" সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, শিক্ষা সচিব ড. দেলোয়ার হোসাইন, বাংলা স্কুলের অধ্যক্ষ মো. আসজাদ হোসাইন, উপাধ্যক্ষ লতিফুন আহসিন ভূঁইয়াসহ অভিভাবক ও সুধীজন।
শিশুদের শিক্ষাকে আনন্দময় করে তুলতে এই উদ্যোগের আয়োজক ছিল বিসিএওসি ক্যালগেরি বাংলা স্কুল ও এসোসিয়েশন ফর দ্যা এডভ্যানসমেনট অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন (AASEE)। ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষাবিদ ড. আনিস হক ও তার দক্ষ টিম এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে শিশুরা মানবদেহের গঠন, পেশীর কাজ, স্পাইনাল কর্ডের ভূমিকা ইত্যাদি বিষয় সম্পর্কে জানার পাশাপাশি আর্কিমিডিসের সূত্র (Archimedes’ Principle) নিয়ে মজাদার ব্যবহারিক পরীক্ষা করে। এসব কার্যক্রমে তারা কীভাবে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বাস্তবে প্রয়োগযোগ্য তাঁর জ্ঞান অর্জন করে।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস, হাসি ও বিস্ময়। অভিভাবকরা জানান, এটি শুধু শিক্ষার মান উন্নত করছে না, বরং পরবর্তী প্রজন্মকে বিজ্ঞান, যুক্তি ও ভাষা শিক্ষার এক ভারসাম্যপূর্ণ পথে এগিয়ে দিচ্ছে। এমন উদ্যোগ শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বাড়ানোর পাশাপাশি বাংলা ভাষায় শেখার আগ্রহও জাগিয়ে তুলেছে।
আয়োজকরা জানিয়েছেন, এমন শিক্ষামূলক আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অব্যাহত থাকবে। এ ধরনের কর্মসূচি শিশুদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাবে।
বিডি-প্রতিদিন/তানিয়া