মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিস্ফোরক তথ্য দিলেন। তিনি জানালেন, দ্বি-রাষ্ট্র সমাধান বা কোনো রকম শর্ত ছাড়াই সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের ঠিক আগে সিবিএসের ‘৬০ মিনিটস’ সংবাদ অনুষ্ঠানে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের পূর্বশর্ত ছাড়াই রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে তিনি মনে করেন।
সৌদি যুবরাজের ১৮ নভেম্বর হোয়াইট হাউস সফর করবেন। তার আগেই ট্রাম্পের এমন দাবি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সিবিএসের সংবাদদাতা নোরা ও'ডোনেল যখন জানতে চান, দুই-রাষ্ট্র সমাধান ছাড়া সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে কি না? জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা যোগ দেবে। তিনি আরও যোগ করেন, আমি মনে করি আমাদের একটি সমঝোতা হবে। তবে তা দ্বি-রাষ্ট্র সমাধান হবে কিনা, সেটা ইসরায়েল এবং অন্যান্য মানুষ, আর আমার ওপর নির্ভর করবে।
ট্রাম্প এই আলোচনার মোড় ঘুরিয়ে তার প্রশাসনের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতির দিকে ইঙ্গিত করে বলেন, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ইরান থাকলে কোনো চুক্তিই সম্ভব হতো না। তিনি ইরানকে ধ্বংস করেছেন বলেও দাবি করেন। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে।
সূত্র: মিডলইস্ট আই
বিডি প্রতিদিন/নাজমুল