দেশে ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃ্ত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৮ জনের।
এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। এদিকে নভেম্বরের প্রথম ৪ দিনে ১৪ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত