দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দিয়ে ছোট পর্দায় নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন। ইতোমধ্যে পা রেখেছেন বড় পর্দায়। সেখানেও সফলতা চান এ অভিনেত্রী।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন তিশা। জানান, অভিনয়ের সব মাধ্যমেই কাজ করতে চান তিনি। হোক সেটা মঞ্চনাটক।
তিশা বলেন, আমি কখনো বলছি না, আমি নাটক করব না বা কখনো বলছি না, আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চনাটকও হয়, যেটা আমি কখনো করিনি, আমি সেটাও করব।
বিরতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন ছিল। তাই আমি অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা। আমি তো অনেক দিন কাজ করিনি। সেটা এমন না যে, সাইন করে বসে তারপর কাজ করিনি।
অভিনয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিশা বলেন, একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।
তার কথায়, ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।
প্রসঙ্গত, সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তানজিন তিশা। বর্তমানে ছবিটির শুটিং চলছে। এতে শাকিব ও তিশা ছাড়াও জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান, এবিএম সুমনের মতো তারকাদের দেখা যাবে।
বিডি প্রতিদিন/কেএইচটি