চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার অস্ত্র ও কার্তুজের মামলায় মো. আবদুর রহিম (৫০) প্রকাশ ডাকাত রহিমকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। মো. আবদুর রহিম (৫০) একই থানার হামিদ চর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোরশেদুর রহমান চৌধুরী রোকন বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অস্ত্র ও কার্তুজের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবদুর রহিমকে অস্ত্রের জন্য ১০ বছর ও কার্তুজ জন্য ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুইটি সাজা এক সঙ্গে চলেবে, সেই হিসেবে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ মে নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা হিন্দুপাড়া এলাকায় একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আবদুর রহিমকে গ্রেফতার করে। এ সময় রহিমের দেহ তল্লাশি করে একটি একনলা বন্দুক এবং একটি নীল রঙের শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। বন্দুকটির দৈর্ঘ্য প্রায় ২৬ ইঞ্চি এবং তাতে ট্রিগার, ট্রিগার গার্ড ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এ ঘটনায় তৎকালীন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম হোসেন বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। মামলায় তদন্ত শেষে ২০১৫ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র দিলে ২০১৬ সালের ১০ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বিডি প্রতিদিন/হিমেল