খাগড়াছড়িতে (২৯৮নং আসন) সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া কেন্দ্রঘোষিত দলীয় এমপি প্রাথী মনোনয়ন পাওয়ার পর তার পক্ষে জেলা বিএনপি মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহাড়ে চষে বেড়াচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষের প্রচারণায় প্রতিদিন জেলার নয়টি উপজেলার প্রতিটি ওয়ার্ডে ভোট প্রার্থনায় নেতাকর্মীরা কাজ করছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়া আমাদের দলের মনোনীত প্রার্থী। তার পক্ষে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণের পাশাপাশি ও এখানকার তৃণমূলের নেতা ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষে ভোট প্রচারণায় কাজ করছি। জেলার প্রত্যেকটি পাড়ামহল্লায় দূর গ্রামে এসব প্রচারণা অব্যাহত রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, অ্যাডভোকেট মালেক মিন্টু, আব্দুর রব রাজা, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সীমা সিরাজ, যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসব প্রচারণায় অংশ নিচ্ছেন।
খাগড়াছড়ি বাজার, পানকাইয়া পাড়া, স্বনির্ভর, শান্তিনগর, গোলাবাড়ি, শব্দ মিয়া পাড়া, মুসলিমপাড়া, গোলাবাড়ি কমলছড়ি, আপার পেড়াছড়া, মিলনপুর কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চলছে।
বিডি প্রতিদিন/কেএইচটি