সাম্প্রতিক সময়ে চর্চায় বলিউড অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজা। তাদের দাম্পত্যজীবনের ‘টুকিটাকি’ নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছে। এই তারকা দম্পতির বিচ্ছেদের কথাও রটেছে বলিপাড়ায়। যদিও বিষয়টি নিয়ে সেই মুখ খোলেননি গোবিন্দা।
তবে এবার মুখ খুলেছেন অভিনেতা। তবে অন্য একটি প্রসঙ্গে। স্ত্রীর হয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা মন্তব্য করেন, আমাদের বাড়িতে যে পুরোহিত আসেন তাকে অন্ধের মতো আমার স্বামী গোবিন্দা বিশ্বাস করেন। তিনি আসেন, পুজো করেন আর তার পুজো করা মানেই দুই লাখ টাকা তাকে দক্ষিণা দিতে হয়। আমার মনে হয়, জীবনে এসবের খুব একটা প্রয়োজন পড়ে না। আমি ওকে অনেকবার বলেছি এসবের কোনো প্রয়োজন নেই। এভাবে টাকা নষ্ট করা অমূলক। তোমাকে বোকা বানানো হচ্ছে। তুমি তোমার ভক্তি দিয়ে ভগবানকে ডাকো তিনি এমনিই তোমার পুজো নেবেন। তোমার প্রার্থনা শুনবেন। কারও কথায় বোকা হওয়ার কোনো অর্থ হয় না।
তার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন গোবিন্দা। সেখানে স্ত্রীর হয়ে ক্ষমা চান অভিনেতা। তিনি বলেন, আমার স্ত্রী সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাদের পুরোহিত মুকেশ শুক্লাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। আমি এর প্রতিবাদ জানাই। মুকেশ শুক্লা আমারই পরিবারের একজন। আমি তাকে কখনো পরিবারের বাইরের কেউ বলে মনে করিনি। আমি তাকে ভীষণভাবে শ্রদ্ধা করি। আমি সুনীতার এই মন্তব্যকে একেবারেই সমর্থন করছি না।
উল্লেখ্য, প্রায় চার দশকের সংসারজীবন গোবিন্দা-সুনীতার। সম্প্রতি তাদের সংসারে বিচ্ছেদের করুণ সুর বেজে ওঠেছে! শোনা যাচ্ছে, প্রায় ২৫ বছরের ছোট এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দা। এরপর থেকেই নাকি সমস্যার শুরু।
বিডি প্রতিদিন/কেএইচটি