নাচ, মডেলিং, অঙ্কন কিংবা অভিনয়, সব জায়গাতেই সরব উপস্থিতি রয়েছে আশনা হাবিব ভাবনার। সম্প্রতি কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একটি পুরস্কার। এরপরই মুখ খোলেন অভিনেত্রী। জানান, নির্দিষ্ট কোনো গণ্ডিতে আটকে থাকতে চান না তিনি।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ভাবনা বলেন, আমি আজ অনেক বেশি খুশি এই কারণে যে, শুধু আমার অভিনয় বা নাচ, এটার কারণে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তারা আমাকে ‘প্যাশনেট আর্টিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছে। তার জন্য আমি অনেক কৃতজ্ঞ।
তার কথায়, ছোটবেলা থেকে কখনোই কোনো কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনো আমি চাই না। আমি মনে করি, আমার যা যা ভালো লাগে, তাই তাই করতে চাই।
বহু ক্ষেত্রে নিজের আগ্রহের কথা তুলে ধরে ভাবনা বলেন, কোনো একটি নির্দিষ্ট কাজে নিজেকে বেঁধে রাখতে চাই না।
বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার চারটি সিনেমা।
বিডি প্রতিদিন/কেএইচটি