নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ রানের জিতেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। অকল্যান্ডের ইডেন পার্কে বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে ক্যারিবিয়ানরা ব্যাট ও বল উভয় দিক থেকেই সাফল্য দেখিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল কিছুটা ধীর। ওপেনার ব্রেন্ডন কিং মাত্র ৩ রান করেন। আলিক আথানজে ৯ বলে ১৬ রান যোগ করেন। তবে অধিনায়ক শেই হোপ ৩৯ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। রোস্টন চেজ ২৭ বলে ২৮ এবং রোভম্যান পাওয়েল ২৩ বলে ৩৩ রান যোগ করেন। দলের মোট স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৪।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৫৭ রানেই থেমে যায়। অধিনায়ক মিশেল স্যান্টনার ২৮ বলে ৫৫ রানের ইনিংস খেললেও দলকে জয়ে নিতে পারেননি। তিনি আঘাতাত্মক ছন্দে আটটি চার ও দুটি ছক্কা হাঁকান। ওপেনার টিম রবিনসন ২১ বলে ২৭, ডেভন কনওয়ে ১২ বলে ১৩ এবং রাচিন রবীন্দ্র ২১ বলে ২৩ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। স্পিনার রোস্টন চেজও ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩ উইকেট তুলে দলের জয়ের পথে অবদান রাখেন। এছাড়া ম্যাথু ফোর্ড, রোমারিও শেইফার্ড ও আকিল হোসেন একটি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও জাকারি ফলকেস দুটি করে উইকেট নেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/মুসা