২০১৬ ও ২০১৭ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল মাতিয়েছেন সাঞ্জু স্যামসন। এরপর রাজস্থান রয়্যালসে নাম লেখান তিনি। বিগত কয়েক মৌসুমে রাজস্থানের ব্যাটিং ইউনিটের অন্যতম গুরুত্বপূূর্ণ সদস্য হয়ে উঠেছেন স্যামসন। এমনকি তার কাঁধে দলের অধিনায়কত্বও তুলে দিয়েছে রাজস্থান।
তবে, রাজস্থানের সঙ্গে সম্পর্ক চুকিয়ে স্যামসন আবারও দিল্লিতে ফিরতে পারে বলে গুঞ্জন রটেছে।
সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার এক ইউটিউব মন্তব্যের পর এই খবরটি ছড়িয়ে পড়ে। স্যামসনের সম্ভাব্য দলবদল নিয়ে বিশ্লেষণ করছিলেন চোপড়া। যদিও স্যামসন রাজস্থান ছাড়তে চান বলে জানা গেছে। তবে, তিনি কোন দলে যাবেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।
চোপড়ার মতে, দিল্লি ক্যাপিটালসই হতে পারে স্যামসনের নতুন গন্তব্য। কারণ খুব কম ফ্র্যাঞ্চাইজি আছে যারা তার ১৮ কোটি টাকার উচ্চ পারিশ্রমিক বহন করতে পারবে।
চোপড়া তার ব্যাখ্যায় যুক্তি দেন যে, আপনার যদি একজন ভালো ভারতীয় খেলোয়াড়কে বদল করতে হয়, তবে আপনার দরকার হবে তার সমমানের আরেকজন ভারতীয় খেলোয়াড় অথবা সম্পূর্ণ নগদ অর্থ। স্যামসনের মানের খুব কম সংখ্যক ভারতীয় এলিট খেলোয়াড় রয়েছে। তাই রাজস্থান এখন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ট্রিস্টান স্টাবসের দিকে নজর দিচ্ছে।
জানা গেছে, প্রথমে রবীন্দ্র জাদেজার সঙ্গে অদল-বদল চুক্তির জন্য চেন্নাই সুপার কিংসের সঙ্গে যোগাযোগ করেছিল রাজস্থান। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় চেন্নাই। এখন দিল্লিতে খেলা ট্রিস্টান স্টাবসের সঙ্গে স্যামসনকে অদল-বদল করতে পারে রাজস্থান। সেক্ষেত্রে রাজস্থানকে স্যামসনের পারিশ্রমিকের তুলনায় আরও ৮ কোটি টাকা অতিরিক্ত দিতে হবে ট্রিস্টান স্টাবসকে।
ফিক্সিংকাণ্ডে যখন রাজস্থান নিষিদ্ধ ছিল, তখন ২০১৬ ও ২০১৭ সালে দিল্লির হয়ে খেলেছিলেন স্যামসন। সেই সময়েই আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ