ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত করেছে তদন্ত কমিটি। ট্রেনিংয়ের সময় পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদনটি হস্তান্তর করেন তদন্ত কমিটির প্রধান ও আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান।
পরে বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, ২১ জুলাই দুর্ঘটনাটি ঘটে। ২৯ জুলাই এ ব্যাপারে তদন্ত কমিটি করা হয়। কমিটি বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্তসহ ১৫০ জনের সঙ্গে কথা বলে ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেছে। প্রতিবেদনের মূল ফাইন্ডিংস হলো-পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। প্রতিবেদনে ৩৩টি সুপারিশ দেওয়া হয়েছে। প্রধান সুপারিশ হলো-জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত হবে। এ ছাড়া এয়ারপোর্টের আশপাশে আগুন লাগলে দ্রুত নেভানোর জন্য সেখানকার ফায়ার স্টেশনগুলোতে ফোম টেন্ডার রাখা, যে এলাকা দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ করে সেখানে হাসপাতাল ও স্কুলের মতো স্থাপনা না রাখার সুপারিশ করা হয়েছে।
শফিকুল আলম বলেন, তদন্তে দেখা গেছে, ওই স্কুলটা রাজউকের বিল্ডিং কোডের (বিএনবিসি) আওতায় অনুমোদিত হয়নি। ওই ভবনে অন্তত তিনটি সিঁড়ি থাকার কথা ছিল। অথচ সিঁড়ি ছিল মাঝ বরাবর একটি। তিনটি সিঁড়ি থাকলে হতাহতের ঘটনা কমত।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ২৮ জনই শিশু শিক্ষার্থী। এ ছাড়া তিনজন অভিভাবক, তিনজন শিক্ষক ও একজন কর্মচারী প্রাণ হারান। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও ওই ঘটনায় নিহত হন। প্রেস সচিব বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে গতকাল প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বিভিন্ন নির্দেশনা এসেছে। বরিশাল ও বগুড়ার রানওয়ে জরুরি ভিত্তিতে আরও সম্প্রসারণ করতে মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজউকের ভিতরে যেসব নতুন এলাকা এসেছে, সেখানকার কর্তৃপক্ষ যেন রাজউকের বিল্ডিং কোড মেনে চলে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
শেখ হাসিনার কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে সরকার : ভারত থেকে হাসিনার দেওয়া বক্তব্য এবং আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনা ঢাকার কসাই; আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ। যারা ঝটিকা মিছিল বা সভা-সমাবেশ করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যকে সে নির্দেশনাই দেওয়া হয়েছে।’ তিনি বলেন, শেখ হাসিনা পাশের দেশে বসে কী করছেন, তা পর্যবেক্ষণ করছে সরকার। শত শত মানুষকে হত্যা করায় শেখ হাসিনাকে ‘বুচার অব বেঙ্গল’ বলে অভিহিত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আইসিটিসহ সব জায়গায় নিষিদ্ধ।
চট্টগ্রামে জলাবদ্ধতার মূল কারণ বর্জ্য অব্যবস্থাপনা : চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি জানতে গতকাল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। বৈঠকে জলাবদ্ধতার জন্য মূল কারণ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতিকে দায়ী করা হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে প্রেজেন্টেশন দেন।
এতে বলা হয়, বড় চারটি প্রকল্পের ৮৮ ভাগ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা ৭৫ ভাগ নিরসন সম্ভব হয়েছে। আগামী বছর এটা আরও কমবে। ২০২৭ সালে সহনীয় মাত্রায় আসবে।
পুলিশ সংস্কারে সহযোগিতা করতে চায় আয়ারল্যান্ড : জবাবদিহি ও অধিকারভিত্তিক শাসনব্যবস্থা জোরদার করতে বাংলাদেশের চলমান প্রচেষ্টার সঙ্গী হতে পুলিশ সংস্কারে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। গতকাল বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন। এ সময় আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের শান্তি ও স্থিতিশীলতা ইউনিটের পরিচালক ফিওনুয়ালা গিলসেনান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও উপস্থিত ছিলেন।