শিক্ষার গুণগত মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম অনলাইন ও সরেজমিনে পর্যবেক্ষণ ও মূল্যায়নের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার জানান, প্রতিটি অধিভুক্ত প্রতিষ্ঠানকে শিক্ষার পরিবেশ, অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমসহ নানা তথ্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। এসব তথ্য কেন্দ্রীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করে নিয়মিত অনলাইন ও সরেজমিনে মূল্যায়ন করা হবে।
তথ্য সহজে জমা দিতে কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর একটি তথ্য ছক তৈরি করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো www.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে তা পূরণ করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সঠিকভাবে তথ্য ছক পূরণের জন্য সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল