প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ পুনর্বহাল দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দুটি পৃথক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, ‘শিশুদের সুষ্ঠু মানসিক ও শারীরিক বিকাশে সঙ্গীত ও শারীরিক শিক্ষা জরুরি। অবিলম্বে এসব পদ পুনর্বহাল করতে হবে।’
সংগীত বিভাগের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশা বলেন,‘সংগীত শিক্ষা বা শারিরীক শিক্ষা শিশুদের শারিরীক বিকাশ, মননের বিকাশ, মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রাথমিকে এসব বিষয় অন্তর্ভুক্ত হলে শিশুরা ছোট থেকে এই ধরণে সৃজনশীলতা ও মননশীলতা নিয়ে বড় হবে। স্নাতকে এসে যখন আমরা সঙ্গীত চর্চা করছি, তখন সঙ্গীত শিক্ষা অনেকটা কঠিন। অথচ শিশুকাল থেকেই যদি এটার যথাযথ ধারণা থাকতো, তাহলে সেটা আরও সহজ ও গবেষণামুখী হতো। তাই অবিলম্বে প্রজ্ঞাপন পুনর্বহাল চাই।’
শারীরিক শিক্ষা বিভাগের আরাফাত বিজয় বলেন, ‘শিশুকালেই শিশুর সুষ্ঠু শারীরিক বিকাশ না হলে পরবর্তীতে একটি সৃজনশীল জাতি পাওয়া তো সম্ভব নয়। বিশ্বের বহু উন্নত দেশ শিশুদের শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করেছে এবং সুষ্ঠু শিক্ষার মাধ্যমে উন্নত প্রজন্ম তৈরি করছে। দেশেও এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষা পদ যুক্ত করা হয়। কিন্তু হঠাৎ সেটা স্থগিত হল। যা সুষ্ঠু প্রজন্ম তৈরির অন্তরায়। অবিলম্বে প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক