মোংলার পশুর নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা দুইটি ট্রলারসহ ৪২ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে সুন্দরবনের দুবলারচরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান শেষে খুলনার বটিয়াঘাটার উদ্দেশ্যে দুটি ট্রলার ৪২ জন নারী, পুরুষ ও শিশুসহ যাত্রা শুরু করে। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে মোংলার পশুর নদীর হাড়বাড়ীয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলার দুটি ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভেসে যায়। পরে ট্রলারে থাকা একজন যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪২ জন যাত্রীকে ইঞ্জিন বিকল ট্রলারসহ উদ্ধার করেন। উদ্ধারকৃত সবাই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। পরবর্তীতে যাত্রী ও ট্রলার দুটি মোংলার জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/মাইনুল