ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ১৭৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৭৭টি মোটরসাইকেলসহসহ মোট ৩৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ১৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ১৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ৯৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৩৮০টি গাড়ি ডাম্পিং ও ১২৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ