আলেম ওলামাদের সাথে মতবিনিময়ের মধ্যদিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট জামে মসজিদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা করেন প্রিন্স।
এ সময় প্রিন্স বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, বিএনপি ক্ষমতায় গেলে ইসলামের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির জনপদে পরিণত করবে।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় মূল নীতিতে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করতে চায়।
প্রিন্স বলেন, নির্বাচনে বিজয়ী হলে সকল মসজিদে ইমাম ও মুয়াজ্জিনদের বেতন কাঠামো এবং মসজিদের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বিএনপি যখনই ক্ষমতায় যায়, তখনই মসজিদ-মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে সরকারি সহযোগিতা পায়। আগামী দিনেও এর ব্যত্যয় হবে না। বিএনপি ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে এবং ইসলামী রীতি-নীতি ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে।
মুন্সিরহাট দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন মসজিদের চার শতাধিক ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদরাসার মুহতামিম, নায়েবে মুহতামিম, সিনিয়র শিক্ষকগণ এবং মসজিদ ও মাদরাসা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত