পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গ বিভূষণ’ সম্মাননা প্রদান করা হয়েছে ভারতের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে। ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
বৃহস্পতিবার কলকাতা ধনধান্য প্রেক্ষাগৃহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে এই সম্মাননা প্রদান করেন।
এর পাশাপাশি ‘বঙ্গ বিভূষণ’ সম্মাননা প্রদান করা হয়েছে বিশিষ্ট সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কেও। সংগীত জগতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে সংগীত জগতে অবাধে বিচরণ করলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই সর্বোচ্চ সম্মাননা আগে পাননি স্বর্ণযুগের এই শিল্পী। ফলে এদিন মুখ্যমন্ত্রীর হাতে সম্মাননা গ্রহণের সময় আরতি আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন।
মুখ্যমন্ত্রী নিজেই দর্শকদের উদ্দেশ্যে বলেন, আরতি দি (আরতি মুখোপাধ্যায়) দেশের জন্য অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা তাকে কখনও কিছু দিতে পারিনি। তার গানগুলো শুনলে আজও আমাদের ঠোঁটে ভেসে ওঠে। তিনি একটার পর একটা গানে সুরের ঝড় তুলেছিলেন। কিন্তু সেই আরতি দি'কে আমরা কখনও কোন সম্মাননা জানাতে পারিনি। তাই আজ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের রাজ্যের সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গ বিভূষণ’ তার হাতে তুলে দিতে পেরে আমরা কৃতজ্ঞ।
পরিবর্তে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আরতি মুখোপাধ্যায় বলেন, আমি খুব ভালোবেসে এই সম্মাননা গ্রহণ করেছি। যখন আমি আপনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছিলাম, তখন আমি কেঁদে ফেলেছিলাম।
তিনি আরও বলেন, আপনি যেভাবে গানকে ভালোবাসেন, শিল্পীকে ভালোবাসেন, এবং যেভাবে তাদের পাশে দাঁড়ান—যখনই কিছু হয়, আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি দেশের অন্য কোন মুখ্যমন্ত্রীর মধ্যে এই জিনিস দেখি না। আপনি যেভাবে কাজ করছেন, এতে সকলের উচিত আপনাকে মনে রাখা।
শেষে আরতি বলেন, মমতা, তুমি ভালো থেকো।
অন্যদিকে মঞ্চে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ভারতীয় সিনেমা আমাদের গর্ব। গত পাঁচ বছর ধরে আমি এই উৎসবে প্রতিবার আসছি। তবে এবার আমি সত্যিই খুব খুশি ও অবাক হয়েছি। কারণ আমি এটি জানতাম না। এখানে এসে মমতা ব্যানার্জি থেকে জানতে পারলাম, আমি বঙ্গ বিভূষণ সম্মাননা পেলাম।
বিডি-প্রতিদিন/মাইনুল