রিয়াদ সিজন ২০২৫ উদ্বোধনের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বড় মাইলফলক ছুঁয়েছে। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিনোদন উৎসবে ইতোমধ্যে ২০ লাখের বেশি দর্শনার্থী এসেছেন বলে গতকাল বুধবার ঘোষণা করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশিখ।
আলালশিখ জানান, বিশ্বের শীর্ষস্থানীয় বিনোদন ইভেন্টগুলোর মধ্যে এটি এখন অন্যতম প্রধান স্থান দখল করে নিয়েছে। উদ্বোধনের পর থেকেই রিয়াদ সিজনে একাধিক আন্তর্জাতিক মানের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যা দর্শকদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
কিংস কাপ মেনা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সেরা কন্টেন্ট ক্রিয়েটর ও প্রভাবশালীদের নিয়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। পাওয়ার স্ল্যাপ ১৭ আন্তর্জাতিক তারকারা এই স্পোর্টসে অংশ নেওয়ায় বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বেড়েছে। আল-সুয়াইদি পার্ক ও দ্য গ্রোভস পুরনো জনপ্রিয় জোনগুলোর পাশাপাশি নতুনভাবে সাজানো আল-সুয়াইদি পার্ক এবং দ্য গ্রোভস-এ দর্শকরা ভিড় জমিয়েছেন। এসব স্থানে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানের বিশেষ অভিজ্ঞতা।
কেবল খেলাধুলা নয় রিয়াদ সিজন এবার তার সাংস্কৃতিক ও বাণিজ্যিক আবেদনও বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে উৎসবটি তার পরিধি আরও বাড়িয়েছে, আনা অ্যারাবিয়া একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রদর্শনী। জুয়েলারি স্যালন এই প্রদর্শনী উৎসবের বাণিজ্যিক গুরুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
আয়োজকরা বলছেন, বিনোদন, সংস্কৃতি এবং বাণিজ্যের এই সফল সংমিশ্রণ রিয়াদ সিজন ২০২৫কে এক ভিন্ন মাত্রা দিয়েছে। আশা করা হচ্ছে, উৎসবের সময়সীমা শেষ হওয়ার আগেই দর্শনার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল