স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের সেন্টার-ব্যাক রবিন লে নরম্যান্ড পায়ে চোট পেয়ে মাঠের বাইরে আছেন। সোমবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইউনিয়ন সেন্ট-গিলোইসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে এই চোট পান স্পেন জাতীয় দলের এই ফুটবলারের।
ম্যাচের ২৬তম মিনিটে বেলজিয়ান ক্লাবের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কায় বাঁ পায়ের হাঁটুর পেছনে গুরুতর আঘাত পান লে নরম্যান্ড। আতলেতিকো মাদ্রিদ পরদিন এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ২৮ বছর বয়সী এই খেলোয়াড়কে সুস্থ হতে অন্তত এক মাস সময় লাগবে। ফলে তিনি ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে খেলতে পারবেন না।
স্পেন জাতীয় দল আগামী ১৫ নভেম্বর জর্জিয়া এবং তিন দিন পর তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। আতলেতিকো মাদ্রিদ আগামী শনিবার লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে এবং এরপর ১০ দিনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, যার মধ্যে একটি চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো ৪ ম্যাচে ২ জয় নিয়ে ৬ পয়েন্টে তালিকার ১৭তম স্থানে আছে।
বিডি প্রতিদিন/মুসা