দক্ষিণ আমেরিকার একুয়েডরে ক্রমবর্ধমান সহিংসতার শিকার হয়েছেন আরেকজন যুব ফুটবলার। বন্দর নগরী হুয়ায়াকিলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ক্লাব ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ের একাডেমির ১৬ বছর বয়সী মিগেল নাসারেনো।
ক্লাবটি বুধবার সামাজিক মাধ্যমে এই শোকসংবাদ জানিয়ে নাসারেনোর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, এলোপাথারি ছোড়া একটি গুলি নাসারেনোর শরীরে লাগে। গুলিবিদ্ধ হওয়ার সময় নাসারেনো তার বাসভবনে ছিলেন। তিনি মিডফিল্ডার ও ফরোয়ার্ড হিসেবে খেলতে পারতেন।
এই হত্যাকাণ্ডের মাধ্যমে চলতি বছরে একুয়েডরে চারজন ফুটবলার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন। নাসারেনো ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলতেন।
সূত্র: ইএসপিএন
বিডি প্রতিদিন/মুসা