ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার ও অর্থ তছরুপের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ইডি নিষিদ্ধ বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এই অ্যাপের প্রচার যারা করছিলেন প্রত্যেককে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। রিপোর্টে বলা হয়েছে, এই দুই তারকার মোট ১১.১৪ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এটা সাময়িকভাবে বাজেয়াপ্ত।
এই দুই তারকা একটি সংস্থার হয়ে প্রচার করেছেন। সরাসরি এই জুয়া পরিচালনাকারী সংস্থাগুলোর হয়ে প্রচার না করলেও সংস্থাগুলোর হয়ে সারোগেট বিজ্ঞাপন করেছিলেন তারা। এর ফলে ঘুরপথে ভারতে বেটিংয়ের প্রচার হয়েছে বলে জানিয়েছে ইডি। সূত্রের খবর, এই সংস্থাগুলোর থেকে সুরেশ রায়না ও শিখর ধাওয়ান চুক্তি বাবদ টাকা নিতেন না, বদলে অন্য সুবিধা নিতেন তারা। ইডি এই লেনদেনকে অবৈধ হিসেবে বর্ণনা করেছেন।
রিপোর্টে বলা হয়েছে, সুরেশ রায়নার নামে ৬.৬৪ কোটি রুপির মিউচুয়াল ফান্ড কেনা হয়েছিল। শিখর ধাওয়ানকে দেওয়া হয়েছিল ৪.৫ কোটি রুপির সম্পত্তি। এই টাকাগুলো এসেছিল বেটিং সংস্থার প্রচার করেই।
ইডি জানিয়েছে বেটিং নেটওয়ার্ক ভারত থেকে এক হাজার কোটি রুপিরও বেশি টাকা সরিয়েছে বেটিংয়ের মাধ্যমে।
বিডি প্রতিদিন/নাজমুল