দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা হরিশ রাই আর নেই। ‘কেজিএফ’ সিনেমায় রকির চাচা এবং ‘ওম’-এর ডন রাই চরিত্রে তিনি দর্শকের মনে গভীর ছাপ রেখেছিলেন। দীর্ঘদিন থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার ৫৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ক্যানসার পরবর্তীতে পেটে ছড়িয়ে পড়েছিল। হরিশ রাই কিডওয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হরিশ রাই আগেই মিডিয়াকে জানিয়েছেন যে তাঁর চিকিৎসার খরচ ছিল অত্যন্ত উচ্চমূল্যের। এক একটি ইনজেকশনের দাম ছিল ৩.৫৫ লক্ষ টাকা। ডাক্তারদের নির্দেশে ৬৩ দিনের মধ্যে তিনটি ইনজেকশন নিতে হতো, যার খরচ দাঁড়াত ১০.৫ লক্ষ টাকা। অনেক রোগীর ক্ষেত্রে এই ইনজেকশনের সংখ্যা ১৭–২০ পর্যন্ত হতে পারে, ফলে চিকিৎসার মোট খরচ প্রায় ৭০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাত।
দক্ষিণী চলচ্চিত্রজগতে হরিশ রাইয়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। কন্নড় ছাড়াও তিনি তামিল ও তেলুগু সিনেমাতেও কাজ করেছেন। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ওম, সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোদিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীতা, স্বয়ম্বরা, নল্লা এবং কেজিএফ সিরিজের উভয় চ্যাপ্টার।
বিডি প্রতিদিন/মুসা