লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের অবস্থা ভালো নয়। প্রতিটি পণ্যের দাম প্রতিযোগিতা করে বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে আর কিছুই অবশিষ্ট রাখেন নাই। অনেক টাকা পাচার করে নিয়ে গেছেন।
বরমা কলেজ মাঠে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম. এয়াকুব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। উদ্বোধক ছিলেন আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমীর হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলম, বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মোসলেম উদ্দিন, বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি সাঈদ ইবনে খায়ের, বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি এনাম সওদাগর, এলডিপি নেতা সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম খান, সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসাইন ইমরান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল